
ওশান নিউজ প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কমিশন একটি স্বাধীন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের একমাত্র অ্যাজেন্ডা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। সেই লক্ষ্য সামনে রেখে আমরা দিন-রাত কাজ করছি।
রাজধানীর গুলশানে লেকশোর হাইটস হোটেলে ২২ নভেম্বর শনিবার এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের উদ্যোগে আয়োজিত ‘বিল্ডিং ব্রিজ: রিজিওনাল ইলেকটোরাল গভর্নেন্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন, আমরা জাতি ও বিশ্বকে যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করব। সরকারও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
রাজনৈতিক দলগুলোও বলছে, তারা একটি সুষ্ঠু নির্বাচন চায়। এটি আমাদের জন্য অতিরিক্ত সুবিধা। পরিস্থিতি যা-ই হোক, নির্বাচনের জন্য মাঠপর্যায়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি আমরা গ্রহণের চেষ্টা করছি।
নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার বিষয়ে সিইসি বলেন, আমরা পর্যবেক্ষকদের চোখকে কাজে লাগাতে চাই। পর্যবেক্ষকেরা আমাদের পক্ষ থেকে দেখবেন। নির্বাচনে পর্যবেক্ষক ও সাংবাদিকেরাই হবেন আমাদের সিসি ক্যামেরা।
আমরা সবাই মিলে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য কাজ করছি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে এ সময় আশা প্রকাশ করেন সিইসি।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবাই দায়িত্বশীল, বিবেকবান ও পরিপক্ব আচরণ করবে। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবেন। আমাদের নির্বাচনের প্রস্তুতি পূর্ণ গতিতে চলছে এবং আমরা প্রতিশ্রুত সবকিছু বাস্তবায়নে প্রস্তুত থাকব।